স্ত্রীকে হারাতে যাচ্ছে ট্রাম্প!
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০, ২০:০২

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারপাশে এখন শুধু খারাপ সংবাদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই হোয়াইট হাউজ ছেড়ে যেতে শুরু করেছে তার অনেক সহকর্মী। জীবনের এই কঠিন সময়টাতে স্ত্রী মেলানিয়াও ট্রাম্পকে ছেড়ে যাবার চিন্তা করছেন বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) ডেইলি মেইল এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো সময় ট্রাম্পকে বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন মেলানিয়া। ট্রাম্প ও মেলানিয়া সম্পর্ক মোটেও ভালো ছিলনা। মেলানিয়া শুধু নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন।
এদিকে মেলানিয়ার সাবেক সহযোগী স্টেফনি ওয়োকঅফ একটি বিবৃতিতে দাবি করেন হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। দুজনের ভেতর শুধু আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।