ফিলিপাইনে সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১৭:১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পাঙ্গাসিনান প্রদেশের ম্যানিলার উত্তর-পশ্চিমে ৬২ বছর বয়সী ভার্জিলিও ম্যাগানেস নামের এক রেডিও সাংবাদিক, সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাড়ির বাইরে মোটরসাইকেলে করে আসা দুই বন্দুকধারীর পরপর করা ৬ টি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সাংবাদিক ভার্জিলিও। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, এর আগে ২০১৬ সালেও তার উপর আক্রমণ চালানো হয়েছিলো। তখন তিনি মারা যাবার অভিনয় করে থাকায়, সেবার প্রাণে বেচে গিয়েছিলেন।
ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস (এনইউজেপি) এ হত্যা কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো ডুটারে দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যাগানেস হত্যার মধ্যে দিয়ে ১৮ জন সাংবাদিক দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়েছেন। এ সকল হত্যাকাণ্ডে অভিযুক্তদের খুব কমই বিচারের আওতায় আনা হয়েছে।
তবে তারা দাবি জানান কর্তৃপক্ষ যেন সাংবাদিক ভার্জিলিও হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাধান করেন।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।