রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ট্রাম্পের আলাস্কা জয়

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১২:২৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার সাত দিন পর আলাস্কা অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এই অঙ্গরাজ্যের ফলাফলে জয় পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় ৩ টি ইলেকটোরাল কলেজ জেতায় ট্রাম্পের বর্তমান ফলাফল ২১৭ ইলেকটোরাল ভোট।

দেশটির নির্বাচন কমিশন জানায়, আলাস্কায় গণনা শেষে জয়ী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৫৬.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্য দিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩৯.১ শতাংশ ভোট।

যদিও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪ দিন পর শনিবার (৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে জো বাইডেন তার জয় নিশ্চিত করেছে। তবুও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান কম হওয়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনরায় গণনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপারগার বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন।

এদিকে বাইডেন তার হোয়াইট হাউজ যাত্রার জন্য প্রস্তুতি শুরু করে দিলেও, ট্রাম্প এই নির্বাচনের ফলাফল এখনো মেনে নিতে নারাজ।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top