বাইডেনের চিফ অব স্টাফ হচ্ছেন রন ক্লেইন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৬:১৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পদের জন্য রন ক্লেইনকে মনোনীত করেছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাইডেন তার নাম ঘোষণা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা হাতে তুলে নিবেন। সেই কারণেই তিনি তার প্রশাসনিক কাজের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকবল মনোনীত করার কাজ শুরু করেছেন। তার ধারাবাহিকতায় বুধবার বাইডেন চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে প্রেসিডেন্ট তার রাজনৈতিক ক্ষমতাবলে চিফ অব স্টাফ নিয়োগ করে থাকেন। এর জন্য সিনেটের কোন অনুমোদনের প্রয়োজন হয় না।
পেশায় একজন আইনজীবী হলেও ক্লেইন বিগত বারাক ওবামার শাসনামলে উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেন।
এদিকে ক্লেইন বিভিন্ন সময়ে টুইটারে ট্রাম্প প্রশাসনের কাজের সমালোচনা করেছেন। বিশেষ করে ট্রাম্পের করোনাভাইরাস মোকাবেলায় নেয়া পদক্ষেপগুলোর কড়া সমালোচনা করতে চুল পরিমাণও ছাড় দেননি।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।