তুরস্কে ধূমপান নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৮:৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনা মহামারি রুখতে তুরস্কের সরকার জনসম্মুখে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার (১১ নভেম্বর) করোনার সময় নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে তুরস্কে সকল জনসমাগম পূর্ণ এলাকা যেমন রাস্তা, গণ পরিবহন, বিভিন্ন চত্বরে অবস্থান করাদের উপর ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জনগণকে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মানার ব্যাপারে এক টুইট বার্তায় অনুরোধ জানান।
কিছু দিন আগে থেকে আবারো করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তুরস্কের বেশ কিছু শহরে সিনিয়র সিটিজেনদের ওপর আংশিক লক ডাউন জারি করা হয়।
এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের আদেশে রাত ১০টার মধ্যে দেশটির সকল রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হলসহ সব ধরনের ব্যবসায়িক-বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।