এবার ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পথে হাঁটছে সৌদি আরব
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১
ইন্টারন্যাশনাল ডেস্ক:
দখলদার ইসরাইলকে স্বীকৃতি দিতে চিন্তা ভাবনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের প্রধান দেশ সৌদি আরব। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে এমন অবস্থানের কথা জানান সৌদি বাদশাহ। বাদশাহ সালমান বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না তার দেশ। তিনি দাবি করেন, ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধান চায় সৌদি আরব।
ইসরাইল রাষ্ট্রকে জন্ম থেকেই স্বীকৃতি দেয়নি পৃথিবীর বহুদেশ। বিশেষ করে ফিলিস্তিন এবং আশেপাশের দেশে দখলদারিত্বের কারণে ইসরাইলের সাথে বৈরি সম্পর্ক রয়েছে মুসলিম বিশ্বের। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। এমন প্রচেষ্টায় সফলতা পেয়ে আরও উৎসাহিত হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প।
এনএফ৭১/জুআসা
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।