নির্বাচনে ডেমোক্র্যাটদের সাথে যোগসূত্রের দাবি রাশিয়ার নাকচ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৯:১১

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের সহকারীদের সাথে যোগাযোগ করার কথা অস্বীকার করেছে রাশিয়া। বুধবার (১১ নভেম্বর) দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের জানায় মস্কো জো বাইডেনের নির্বাচনী টিমের সাথে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করেনি।
রিয়াবকভ আরও বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়া বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করা হয়েছিল বহুবার। হস্তক্ষেপের ওই অভিযোগ বারবার অস্বীকার করা হলেও,নতুন করে আবারো কিছু মার্কিন সংবাদপত্রে হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে আসে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেশটির কর্মকর্তারা ইরান, রাশিয়া ও চীনের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে। তবে গত কয়েক মাস ধরে করে আসা এই অভিযোগের কোনো সঠিক প্রমাণ তারা এখনো দেখাতে পারেনি।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।