পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৯:১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পাকিস্তান সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে। বুধবার (১১ নভেম্বর) ইসলামাবাদে দ্বিপক্ষীয় এক বৈঠকে তারা মিলিত হন।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, বৈঠকে দুই প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়সহ অন্যান্য আরও অনেক ইস্যু নিয়ে কথা হয়। তবে আলোচনায় বেশি গুরুত্ব পায় দুটি দেশের সীমান্ত বাণিজ্য বিষয়টি।
এছাড়াও মোহাম্মাদ জারিফ এবং ইমরান খান দুজনেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের ভেতরে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন।
বর্তমানে বিশ্বে ইসলাম নিয়ে ভীতি ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে তা মোকাবিলা করা এবং মুসলিম রাষ্ট্রগুলোকে বিভিন্ন সংকটের হাত থেকে রক্ষার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এর আগে মোহাম্মাদ জারিফ পাকিস্তানে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন।
এদিকে মোহাম্মাদ জাওয়াদ জারিফের এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ়র করবে বলে উভয় পক্ষই আশা করছে।
এনএফ৭১/আরওয়াই/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।