রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

চীনে ভারতীয় মাছ আমদানি স্থগিত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১১:৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের আমদানি করা মাছে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়াও এক সপ্তাহের জন্য মাছ আমদানি স্থগিত করেছে চীন। শুক্রবার (১৩ নভেম্বর) চীনের কাস্টমস কর্মকর্তা এমনটি জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের বাসু ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের পাঠানো হিমায়িত কাটলফিশের তিনটি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়। তারপরই তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় চীনা কর্তৃপক্ষ।

তবে এক বিবৃতিতে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছে যে, ১ সপ্তাহ পর থেকে আবারো মাছের আমদানি শুরু হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top