ভারত-পাকিস্তান সেনা সংঘর্ষে দু’পক্ষের ১৫ জন নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৫:১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:
জুম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সীমান্তের কেরান সেক্টরে এ সংঘর্ষ হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার দিনভর অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দু’দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা।
ভারতীয় কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, ভারতের পক্ষে তিনজন সেনা এবং একজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। বাকি ছয়জন বেসামরিক নাগরিক।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, সংঘর্ষে পাকিস্তানের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া তাদের আরো চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কোন কারণ ছাড়াই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছে।
এদিকে পাকিস্তানশাসিত কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ শহীদ কাদরি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী বেসামরিক জনগণকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। ভারতীয় হামলায় নিহত পাকিস্তানিদের মধ্যে একজন নারীও আছেন। আহত হয়েছেন অন্তত আরও ২৭ জন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।