রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

রাশিয়ায় নদীর পানির রঙ হয়ে গেল লাল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৮:০১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়ার একটি নদীর পানি পরির্বতীত হয়ে লাল রঙ ধারণ করেছে। দেশটির দক্ষিণে অবস্থিত ইস্কিটিমকা নামের একটি নদীতে সম্প্রতি হঠাৎ করেই এই পরিবর্তন দেখা গিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলো। এতে করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও স্থানীয় জনগণ বেশ চিন্তায় পরে গেছেন।

বিষয়টি কোন প্রাকৃতিক করেন ঘটেনি বরং রাসায়নিক পদার্থের সংমিশ্রণেই নদীর পানি লাল রঙ ধারণ করেছে বলে ডেইলি মেইলের খবরে জানান হয়।

রাশিয়ার শিল্প নগরী কেমেরোভোর মাঝ দিয়ে বয়ে চলা এই নদীটির আশেপাশে আছে অনেক কলকারখানা। যার থেকে রাসায়নিক পদার্থ নির্গত হয়ে নদীর পানিতে মেশায় এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে।

পানি লাল রঙ ধারণ করাটা যে কোন সাধার ব্যাপার না তা সকলেই বুঝতে পেরেছে। তাইতো শুধু মানুষ নয় কোন পশুপাখি এমন কি হাঁসেরা এই পানিতে নামা থেকে বিরত থাকছে।

এদিকে এ ঘটনায় রাশিয়া কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবার কথা জানিয়েছে। যদি নদীর পানিতে রাসায়নিক দ্রব্য খুঁজে পাওয়া যায় তাহলে তা সরিয়ে নেবার কথাও জানান হয় প্রশাসনের পক্ষ থেকে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top