ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০০:৫২

ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে: ডব্লিউএইচও

ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত।

ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে। এদিকে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top