রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৫:৪৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিপাইনে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৬ নভেম্বর) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভূমিকম্প আঘাত হানে।

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র-ইমএসসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন এবং ঝুঁকিপূর্ণ ভবনে না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top