ইরাক ও আফগানিস্তান থেকে আরও সেনা ফেরাবেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৫:২০
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আদেশ দেবেন বলে প্রত্যাশা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা।
পেন্টাগন সেনাবাহিনীকে ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তানের আড়াই হাজার সেনা সংখ্যা কমানোর পরিকল্পনা শুরু করার জন্য কমান্ডারদের একটি ‘সতর্কতা আদেশ’ জারি করেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
রয়টার্স সংবাদ সংস্থা থেকে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা এবং ইরাকে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। এর মধ্যে আফগানিস্তান থেকে দেড় হাজার ও ইরাক থেকে দু’হাজার সেনা প্রত্যাহার করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ট্রাম্প তার প্রতিরক্ষা সচিব মার্ক এস্পারকে ইতিমধ্যেই বরখাস্ত করেছেন। প্রতিরক্ষা বিভাগে তাঁর অগ্রাধিকারগুলি জরুরিভাবে মোকাবেলা করা হচ্ছে না বলে গত সপ্তাহে পেন্টাগনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।