সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৭:৩১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পুলিশ একাডেমীর পাশের একটি রেস্তোরাতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলায় দু’জন পুলিশ কর্মীও গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বৃষ্টির কারণে রেস্তোরার ভেতরে অনেক লোক জড়ো হয়েছিল আর ঠিক ওই সময়েই আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়।

তারা জানায়, দেশটির সরকার পতনের জন্য হোটেল, চৌরাস্তা, সামরিক ও বেসামরিক লোক জনকে লক্ষ্য করে প্রায়শই আত্মঘাতী বোমা হামলা এবং বন্দুক হামলা চালানো হয়। এর আগেও অক্টোবর মাসে দেশটির আফগয় জেলায় বন্দুক হামলায় কমপক্ষে ১৩ জন সোমালি সেনা নিহতের ঘটনা ঘটে।

এদিকে দেশটির গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে আল-শাবাব সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top