মরদেহ বিনিময় করছে আর্মেনিয়া ও আজারবাইজান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৭:৩৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজান মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ধারাবাহিকতায় তারা যুদ্ধে নিহত মরদেহ বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রেড ক্রসের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় জানানো হয়, নাগর্নো-কারাবাখ অঞ্চল কে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যেহেতু তাদের মধ্যে এখন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাই আন্তর্জাতিক নিয়ম অনুসারে গত সপ্তাহ থেকে ২০০ মরদেহ বিনিময় শুরু হয়েছে দেশটিতে।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রধান পিটার মুরারের মতে, রাশিয়ান শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতিতে মৃতদেহ গুলো বিনিময়ের কাজ শুরু হয়েছে। তবে মোট কতটি মরদেহ বিনিময় করা হবে এ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু জানাননি।

এদিকে, তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়েপ এরদোগান সোমবার (১৬ নভেম্বর) আজারবাইজানকে সহযোগিতা করতে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য তার দেশের সেনা মোতায়েনের একটি প্রস্তাব দিয়েছেন।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top