৩০ মিনিটেই মিলবে করোনার ফল

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৮:৩৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে এখন বাড়িতে বসেই মাত্র ৩০ মিনিটেই ফলাফল পাওয়া যাবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) লুসিরা হেলথের তৈরি সেলফ টেস্টিং কিটের অনুমোদন মঞ্জুর করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এফডিএ কমিশনার স্টিফেন হ্যান জানিয়েছে, এই সেলফ টেস্টিং কিটের মাধ্যমে নাক থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করানো যাবে। তবে এ ক্ষেত্রে একজন স্বাস্থ্য সহযোগী ওই ব্যক্তিকে সাহায্য করবে। পরীক্ষার ফলাফলটিও বাড়িতে বসেই জানা যাবে বলেও জানান তিনি।

স্টিফেন আরও বলেন, কিট গুলো শুধু বাড়িতে নয়, পর্যায়ক্রমে হাসপাতাল গুলোতেও এর ব্যবহার চালু করা হবে।

এদিকে এই সেলফ টেস্টিং কিটের অনুমোদনের ফলে যুক্তরাষ্ট্রে কিছুটা হলেও সংক্রমণের হার কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লুসিরা হেলথের একজন কর্মকর্তা।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top