রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১০

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৭:৩৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলায় ঘটনায় দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা ও পাঁচ ইরানি সেনাসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সিরিয়ার ভেতরে থাকা ইরান ও সিরিয় বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে, অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সংস্থাটি।

তারা জনায়, নিহতদের ভেতর ৫ ইরানি আল-কুদস ফোর্সের সেনা,২ ইরান পন্থী যোদ্ধা, সিরিয়ো এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়েছেন।

বিষয়টি স্বীকার করে ইসরাইলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সিরিয়া- ইসরাইলের উত্তরাঞ্চলীয় সীমান্তে তারা কিছু বিস্ফোরক ডিভাইস দেখতে পেয়ে তা উদ্ধার করে। তাদের অভিযোগ ইরান সেনাদের মদদেই সিরিয়ার একটি স্কোয়াড এই বিস্ফোরক গুলো পেতেছিল। যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরাইল সামরিক বাহিনী।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top