বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইরাকে মার্কিন রসদবাহী বহরে আবারো হামলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইরাকে মার্কিন রসদবাহী সামরিক বহরে আবারও হামলা হয়েছে। সোমবার দিনগত রাতে রাজধানী বাগদাদের উত্তরে এ হামলা হয়। গেল তিন দিনের মধ্যে মার্কিন সামরিক বহরে এটি দ্বিতীয় হামলা।

ইরাকী গণমাধ্যমের খবর অনুসারে ইরান ভিত্তিক বার্তা সংস্থা পার্স টুডে জানায়, বাগদাদের উত্তরে আল-তাজি সড়কে হামলার মুখে পড়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক রসদ-বাহী বহর। ইরাকী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, আল-তাজি সামরিক ঘাঁটি থেকে বের হওয়ার পরই বোমা বিস্ফোরণ হয়।

তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কেবলমাত্র একটি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানানো হয়।

দু’দিন আগে বাগদাদের উত্তর-পশ্চিমে মার্কিন নেতৃত্বাধীন জোটের বহরে এমই এক হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর এক সদস্য এবং আহত হয় এক বেসামরিক ব্যক্তি।

এর আগে মার্কিন সামরিক বাহিনীতে এমন হামলা হলেও এখন পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। আগের তুলনায় মার্কিন সামরিক বহর লক্ষ্য করে চোরাগুপ্তা বোমা হামলা বেড়েছে।

এনএফ৭১/জুআসা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top