চাপ দিয়ে কর্মীদের অফিসে ফেরাচ্ছে ফেসবুক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৬:৩৫
আন্তর্জাতিক ডেস্ক:
সারাবিশ্বে আছড়ে পড়েছে করোনার সংক্রমণের ২য় ঢেউ। এমন ভয়াবহ পরিস্থিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কন্টেন্ট মডারেটরদের অফিসে গিয়ে কাজ করার জন্য চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফেইসবুক কতৃপক্ষের বিরুদ্ধে।
একটি খোলা চিঠির মাধ্যমে এ অভিযোগ করেছেন ফেসবুকে কর্মরত প্রায় ২ শতাধিক কর্মী। (সূত্র: বিবিসি)
কর্মীদের অভিযোগ যে, ‘মুনাফা ধরে রাখতে কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলছে ফেসবুক কর্তৃপক্ষ।’
কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানান, এ মহামারি করোনাভাইরাস শুরুর পর গত আগস্টে ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ২০২১ সালের গ্রীষ্মকাল পর্যন্ত তাদের কর্মীরা বাসায় বসে কাজ করতে পারবেন।
তবে এ খোলা চিঠির বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন যে, যেহেতু আমরা যেকোনো বিষয়ে অভ্যন্তরীণভাবে খোলাখুলি আলোচনায় বিশ্বাসী, তাই এ নিয়ে আলোচনার ব্যাপারেও সৎ থাকতে হবে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।