রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৪

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১০:৫৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে প্রতাপগড়ের প্রয়াগরাজ-লখণৌ মহাসড়কে একটি ট্রাকে এসইউভি কারের ধাক্কায় ৬ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ভয়ানক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গাড়িতে থাকা সবাই দুর্ঘটনায় নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে আশেপাশের কয়েকজন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে গাড়িতে করে ফিরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আরিয়া জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় সড়কের পাশে একটি ট্রাক রাখা ছিল। এ সময় এসইউভি কারটি দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইউভি কারের অর্ধেক টেনে বের করে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top