জর্জিয়াতেও ট্রাম্পের শেষ রক্ষা হলো না
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৪:৪৮
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্যাটলগ্রাউন্ড খ্যাত জর্জিয়া অঙ্গরাজ্যেও ভোট পুনঃগণনাতে বিজয়ী হয়েছেন জো বাইডেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাইডেনকে পুনরায় বিজয়ী ঘোষণা করে নির্বাচনী কর্তারা।
এর আগে জর্জিয়াতে ভোট কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প। এরপরই ভোট পুনঃগণনার ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ভোট পুনঃগণনাতেও বাইডেনের কাছে হেরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে ২৪ বছর পর জর্জিয়ায় ডেমোক্র্যাট দল বিজয়ী হলো।
এ রাজ্যের ১৬টি ইলেকটোরাল ভোট নিয়ে বাইডেনের ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬ আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ২৩২টি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।