করোনায় আক্রান্ত ট্রাম্পের জ্যেষ্ঠপুত্র জুনিয়র

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৩:১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনার থাবা থেকে রেহায় পায়নি প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারও। এবার করোনায় আক্রান্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠপুত্র ট্রাম্প জুনিয়র।

আন্তজার্তিক গণমাধ্যম বিবিসিকে তথ্যটি নিশ্চিত করেছেন ট্রাম্প জুনিয়রের মুখপাত্র।

মুখপাত্র জানায়, ট্রাম্প জুনিয়র এ সপ্তাহের শুরুতেই করোনা পরীক্ষা করান এবং তাতে ফলাফল পজিটিভ আসে। তার পর থেকে জুনিয়র নিজের কেবিনে কোয়ারেন্টিনে আছেন। সব ধরনের মেডিক্যাল পরামর্শ ও মেনে চলছেন।

প্রসঙ্গত, এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েলও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top