ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহত ১৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ২৩:৫১

ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহত ১৭

ভারতের ঝাড়খণ্ডের পাকুর জেলায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ১৭ জন। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের।

জানা গেছে, রাজ্যের গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ঘটেছে ওই দুর্ঘটনা। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি। দুর্ঘটনার সময় বাসটিতে আরোহী ছিলেন প্রায় ৪০ জন। দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top