তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০০:২০

তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

চলতি বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন। স্থানীয় সময় বৃহস্পতিবার (জানুয়ারি ৬) মধ্যরাত থেকে শুরু হওয়া তুষারপাত চলে শুক্রবার দুপুর পর্যন্ত।

নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ১০-১২ ইঞ্চির বেশি বরফের স্তরে রাস্তাঘাট ঢেকে যায়। হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রবাহিত হওয়ায় জনগণের স্বাভাবিক চলাচল ব‌্যহত হয়। দশ ঘণ্টার লাগাতার তুষারপাতে অন্তত শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাস্তায় আটকে আছে যানবাহন, বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কিছু অফিস। পরিবর্তন করা হয়েছে বিমানের কিছু সময়সূচি। চলতি বছরে এটাই প্রথম বড় তুষারপাত বলে স্থানীয়রা জানান।

এদিকে, ভয়াবহ এই তুষারপাতের পূর্বাভাসের পরই বিভিন্ন নগরের মেয়ররা জারি করেন নানা দিক-নির্দেশনা। তারা বলেন, ‘সবাই ঘরে থাকুন। রাস্তাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, যাতে জরুরি সেবা সবার কাছে পৌঁছে দেওয়া যায়।’


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top