রকেট হামলায় রক্তাক্ত কাবুল, নিহত ৮
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৭:৪২
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক জায়গায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জন, আহত হয়েছে প্রায় ২১ জন।
কাবুলের পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) প্রায় ১৪টি শক্তিশালী রকেট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রক্তাক্ত কাবুলের রাস্তা ঘাট। পুরো শহর যেন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে এ হামলার দায়ভার এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি।
প্রসঙ্গত, বিগত ৬ মাসে এ পর্যন্ত আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী ৫৩টি আত্মঘাতী হামলা চালায় এবং ১২৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছে প্রায় ১৩’শ বেসামরিক নাগরিক ও আহত হয়েছে প্রায় আড়াই হাজার নাগরিক। এমন ভয়াবহ পরিস্থিতিতেই মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।