ভ্যাকসিনের অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৯:৪৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাসের ভ্যাকসিনের ব্যবহারের জরুরি অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে মার্কিন ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।

শনিবার (২১ নভেম্বর) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, করোনা ভাইরাসের উদ্ভাবিত ভ্যাকসিনটি কার্যকর হলে তা যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার এই সিদ্ধান্তটি নেবে দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ।

মার্কিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক গত সপ্তাহে একটি প্রাথমিক তথ্য প্রকাশ করে জানায়, তাদের তৈরি ভ্যাকসিনটি কোভিড-১৯ থেকে ৯০ শতাংশ সুরক্ষা দেয়। আর এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

ফাইজারের সিইও আলবার্ট বোরলা জানায়, জরুরি ব্যবহারের অনুমোদন পেতে করা আবেদন বিশ্বে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে আমাদের এই পথচলার জন্য মাইলফলক হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top