সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ফের লকডাউনের পথে কানাডা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১২:২৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকহারে বৃদ্ধির ফলে ফের লকডাউন ঘোষণা করা হচ্ছে কানাডার টরেন্টো এবং পিল নামক দুটি অঞ্চল। কানাডার অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড সোমবার থেকে এ লকডাউনের ঘোষণা দিয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের নাগরিকদের সতর্ক করে বলেন, নিজেদের মধ্য যোগাযোগ না কমালে কানাডার ভবিষ্যৎ ভারসাম্যহীন হয়ে পড়বে। সামাজিকভাবে জনসমাগম এড়িয়ে চলতে স্থানীয়দের একে অপরের বাড়িতে কম যাতায়াত এবং যথাসাধ্য মাস্ক ব্যবহারের জন্যও অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

কানাডার বিভিন্ন প্রদেশের স্থানীয় নীতিনির্ধারকরা একের পর এক বিধি-নিষেধ আরোপিত করছে। এ লকডাউনের সময় জিমনেসিয়াম ও ব্যক্তিগত পরিষেবাসহ অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকবে। হটস্পট এলাকাগুলোতে হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া বন্ধ থাকবে।

কানাডায় এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৭১১ জন। মৃত্যু ১১ হাজার ৪০৬ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৩৯৮ জন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top