করোনা চিকিৎসায় অকার্যকর রেমডিসিভির: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৬:২৪

নিজস্ব প্রতিবেদক:

কোভিড- ১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াডের ওষুধ রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।

বেশ কয়েকটি পরীক্ষার পর্যালোচনার ভিত্তিতে ওষুধটি রোগীদের সুস্থ করে তুলতে পারে না বলে জানায় সংস্থাটি।

ডব্লিউএইচও’র একদল বিশেষজ্ঞ বিএমজি’র এক প্রতিবেদনে জানান, ‘রেমডিসিভির প্রয়োগে শেষ পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি। তাছাড়া করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুহার, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস যন্ত্রের প্রয়োজন, আরোগ্যের সময় কমানোসহ অন্যান্য বিষয়ে রেমডিসিভিরের ভূমিকা রাখার কোন প্রমাণ মিলেনি। আক্রান্ত রোগীদের উপরে প্রয়োগের পরও সুস্থতার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।’

ডব্লিউএইচওর পক্ষ থেকে আরও বলা হয়, করোনার চিকিৎসার জন্য রোগীদের ‘রেমডিসিভির’ দেওয়া যাবে না।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top