বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৯:৪৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার মন্ত্রিসভায় অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার পরিকল্পনা করছেন।

বাইডেনের টিমের ঘনিষ্ঠ কিছু সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস ও ব্লুমবার্গসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরে একথা বলা হয়েছে।

বারাক ওবামার শাসনামলে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৫৮ বছর বয়সী ব্লিনকেন। এমনকি বাইডেনের খুব ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি।

জানা গেছে, মার্কিন সিনেট নিশ্চিত করলে ব্লিনকেন মাইক পম্পেও’র স্থলাভিষিক্ত হবেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top