আফগানিস্তানে আলাদা বিস্ফোরণে নিহত ১৪

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১২:৪৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের বামিয়ান শহরে পৃথক দু’টি বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগান পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রাস্তার পাশে লুকিয়ে রাখা বিস্ফোরক দুটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে আশেপাশে থাকা কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিস্ফোরণের ঘটনার দায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে এ ঘটনা তালেবানরা ঘটাতে পারে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top