সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

ফের লকডাউন শিথিল করছে ফ্রান্স

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১১:৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনার দ্বিতীয় তরঙ্গের পর চলতি সপ্তাহে কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দেন।

তিনি বলেন, এবারের বড়দিনে সবাই পরিবারের সাথে একত্রিত হতে পারবে। কিন্তু আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বার ও রেঁস্তোরাগুলো।

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top