রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ইরাকে ফের মার্কিন বহরে হামলা: ৩০ জনের বেশি হতাহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:১১

ইরাকে মার্কিন সামরিক বহর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ধারাবাহিকভাবে হামলা শিকার হচ্ছে ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনী। সোমবারের পর মঙ্গলবারও মার্কিন সামরিক বহরে একাধিক হামলার খবর পাওয়া গেছে। সবশেষ দু’টি হামলা হয় ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদিসিয়া প্রদেশে। ইরাকে আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া জানায়, আদ-দিওয়ানিয়া মহাসড়কে পেতে রাখা বোমা সামরিক বহরে আঘাত হানে । এতে একজন নিহত এবং ৩০ জন আহত হয়। মঙ্গলবার দিনের শেষ দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলার শিকার হয় মার্কিন সামরিক বহর।

দ্বিতীয় হামলা হয়, ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় আন-নাবায়ি এলাকায়। ত্রাণ ও রসদ-বাহী এ বহরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন দুই সেনা সদস্য।

চলতি বছরের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের আল-কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি। এরপর থেকে দখলদার মার্কিনিদের প্রতি ইরাকি জনগনের ক্ষোভ আরও বাড়তে থাকে।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top