ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪১
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৫:০৩
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের সাও পাওলোতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত ও আহত হয়েছে ১০ জন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার সকালে স্থানীয় একটি পোষাক কারখানার কর্মীরা বাসে করে যাওয়ার পথে সাও পাওলো শহরের ২১৭ মাইল পশ্চিমে তাগুয়াই পৌরসভায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৩৭ জন যাত্রী। বাকিদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান আরও ৪ জন। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক বিবৃতিতে দেশটির পুলিশ জানায়, সংঘর্ষে বাস-ট্রাক দুটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধ-শতাধিক কর্মী ছিল, ট্রাকে কতজন ছিল তা জানা যায়নি। এখনো দুর্ঘটনার কারন জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।