রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

নোবেলের জন্য মনোনীত হলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০

ডোনাল্ড ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শান্তিচুক্তির মধ্যস্তাকারীর ভূমিকা পালনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছ্নে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডেইলি মেইলসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

নরওয়েজিয়ান সংসদ সদস্য ক্রিস্টিয়ান টাইব্রিং-জেড্ডে তাকে মনোনীত করেন বলে জানা গেছে।  বিশ্বজুড়ে সংঘাত সমাধানে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসাও করেন টাইব্রিং। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন তিনি।

টাইব্রিং বলেন, ‘তার যোগ্যতা সম্পর্কে বলতে গেলে, আমি মনে করি দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় তিনি যে চেষ্টা করেছেন, তা শান্তি পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত বেশিভাগের মানুষের চেয়ে বেশি। ’

সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও একই পদক্ষেপ অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টাইব্রিং।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top