করোনায় বিশ্বে একদিনে ১১ হাজারের বেশি মৃত্যু
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৪:০৮
ইন্টারন্যাশনাল ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে বিপর্যস্ত সারাবিশ্ব। শীতের কারনে বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত একদিনে সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৩ লাখ ৮ হাজার ৯৭২ জন। মারা গেছে মোট ১৪ লাখ ৩৭ হাজার ৮৪০ জন। সুস্থ হয়েছে ৪ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৮৬৪ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৬৭৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৫৫ জনের।
তারপরই আক্রান্তের দ্বিতীয় অবস্থানে ভারতের। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ লাখ ৯ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৫২ জনের।
আক্রান্তের তৃতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এ পর্যন্ত ৬২ লাখ ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৯৭ জনের।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।