ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৪:৫৯
ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, মহামারি করোনায় রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে ৩৩ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে। দগ্ধ রোগীদেরকে ও অন্য হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুত্যিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।