কৃষি আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৫:০১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কৃষি আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ ডাক দেওয়া আন্দোলনে ভারতের উত্তর প্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, কেরালা এবং পাঞ্জাব থেকে দিল্লিতে জড়ো হচ্ছেন কৃষক-শ্রমিকরা। রাম লিলা ময়দানে সমাবেশ করা তাদের লক্ষ্য।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইতিমধ্যেই হরিয়ানা, পাঞ্জাবের ক্ষুব্ধ কৃষকরা বের হতে গিয়ে পুলিশের সঙ্গে সংর্ঘষে রণক্ষেত্র পরিণত হয়েছে অনেক জায়গা।

৬ টি রাজ্য থেকে বিভিন্ন উপায়ে দিল্লি প্রবেশের চেষ্টা করে বিক্ষোভ করছেন কৃষকরা। মিছিলে উত্তাল ভারতের বিভিন্ন প্রদেশের রাজপথ গুলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সোনপতে পৌঁছে গিয়েছিল ২০০-র বেশি কৃষকের একটি দল। রাস্তার মধ্যে দাঁড়িয়েই তারা স্লোগান দেয়। তখন প্রতিবাদরত কৃষকদের ওই দলের ওপর জলকামান ছোড়ে হরিয়ানা পুলিশ।

এদিকে, সর্বশক্তি দিয়ে সহিংসতা মোকাবিলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দিল্লিতে। দিল্লির সীমান্তে মোতায়েন করা হয়েছে বহু পুলিশ।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top