আফগানিস্তানের হত্যাকাণ্ডে ১৩ অস্ট্রেলীয় সেনা বরখাস্ত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১৮:৩৪
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগান যুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নিজ দেশের ১০ সৈন্যকে বরখাস্ত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার লেফট্যাটেন্ট জেনারেল রিক বুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আফগানিস্তানে বেসামরিক আফগান নাগরিকদের বিনা অপরাধে হত্যা করার বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে এই সৈন্যদের বরখাস্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার বরখাস্তকৃত ১৩ সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেননি। সামরিক বাহিনীর প্রতি সম্মান রেখেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩৯ জন নিরস্ত্র বেসামরিক আফগান নাগরিককে হত্যা করেছে ১৯ জন অস্ট্রেলিয় সেনা। অভিযুক্ত ১৯ সেনাদের মধ্যে কয়েকজন কর্মরত রয়েছেন এবং অনেকে অবসরে চলে গিয়েছেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।