৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভোট কাশ্মীরে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৫:২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

৩৭০ ধারা বাতিলের পর প্রথমবারের মত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জম্মু-কাশ্মীরে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। শেষের এক ঘণ্টায় করোনায় আক্রান্তরা ভোট দিতে পারবেন।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) ৮ দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। ১৯ ডিসেম্বর শেষ হবে ভোটগ্রহণ পর্ব এবং ২২ ডিসেম্বর হবে ফলপ্রকাশ।

নির্বাচন ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে জম্মুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাশ্মীরেও বাড়ানো হয়েছে তল্লাশি। এছাড়া পাকিস্তান সীমান্তে রাখা হয়েছে বিশেষ নজর।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top