সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

মাটি খুঁড়লেই মিলছে হীরে!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৭:৫৪

ইন্টারন্যাশানাল ডেস্ক:

মাটি খুঁড়লেই মিলছে হীরের টুকরো! গুঞ্জন উঠেছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য নাগাল্যান্ডের ওয়ানচিং গ্রামে ‌‘হীরক ভাণ্ডারের’সন্ধান মিলেছে। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে গুপ্তধন সন্ধানীরা ভিড় করছে এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

চলতি সপ্তাহে নাগাল্যান্ডের মন জেলার এই গ্রামে টিলার ওপরের জঙ্গল পরিষ্কার করার সময় কয়েকজন গ্রামবাসী মাটির নিচে বেশকিছু স্ফটিকের টুকরো খুঁজে পান। তাদের মুখ থেকে পুরো গ্রামেখবর ছড়িয়ে পড়লে সবাই ধরে নেয়, ওই স্ফটিক নির্ঘাত হীরের টুকরো। সঙ্গে সঙ্গে তোলপাড় পড়ে যায় গ্রামজুড়ে। সবাই কোদাল-বেলচা-গাঁইতি কাঁধে পৌঁছে যান মাটি খুঁড়ে গুপ্তধন উদ্ধারে।

এদিকে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে হীরে আবিষ্কারে ওয়ানচিং গ্রামে ভিড় জমতে শুরু করে হিরে সন্ধানীদের। বাধ্য হয়ে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ও সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের ওপরেও জারি করা হয়েছে কড়া বিধি-নিষেধ।

মন জেলার প্রত্যন্ত গ্রামের এই খবর প্রশাসনের কানেও পৌঁছালে উদ্ধার হওয়া স্ফটিকগুলো সত্যিই হীরে কিনা, তা খতিয়ে দেখতে ওয়ানচিং গ্রামের উদ্দেশে শুক্রবার রওয়ানা হয়েছেন চার ভূ-তাত্ত্বিক। ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বরের মধ্যে তাদের গ্রামে পৌঁছানোর কথা।

নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক জি টি থং জানিয়েছেন, পাথরগুলো সাধারণ কোয়ার্টজ স্ফটিক। নাগাল্যান্ডের বিভিন্ন প্রান্তে হামেশাই এই স্ফটিকের দেখা পাওয়া যায়।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top