সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

নাইজেরিয়ায় ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১০:৫৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কশোবি নামে একটি গ্রামের ধানক্ষেতে কর্মরত ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৮ নভেম্বর) এ ভয়ানক ঘটনাটি ঘটেছে বলে প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আল জাজিরা, এএফপি ও রয়টার্সের এর তথ্যমতে, ওই ধানক্ষেতে কাজ করত মোট ৬০ জন কৃষক। তাদের মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ৬ জন। আর ৮ কৃষক নিখোঁজ রয়েছেন।

ধারণা করা হচ্ছে, তাদেরকে অপহরণ করা হয়েছে। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

জানা যায়, এর আগে গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।

প্রসঙ্গত, নাইজেরিয়ায় বোকো হারাম ও ইসলামিক স্টেট এর সহিংসতায় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top