আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানের ৩০ সেনা নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ১৮:০৭
ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনির একটি সেনাঘাঁটিতে ওই হামলা চালোনো হয়েছে।
দেশটির প্রাদেশিক গভর্নর এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এপি’র তথ্যমতে, বিস্ফোরণে এখন পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হন আরও ১৭ জন। হতাহতরা সবাই সেনা সদস্য। হুমভি গাড়ি আত্মঘাতী বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
তবে এ হামলার দায়ভার এখন পর্যন্ত কোন গোষ্ঠী স্বীকার করেনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেও ঐতিহাসিক বামিয়ান নগরীতে পৃথক দু’টি বোমা হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। তাছাড়া এক বর্বর হামলায় কাবুলে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।