করোনার মধ্যেই স্কুল খুলছে নিউইয়র্কে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:৩০
ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়া হবে। রোববার (২৯ নভেম্বর) নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন দেশটির সিটি মেয়র বিল ডি ব্লাসিও। আগামী ৭ ডিসেম্বর থেকে স্কুল খুলবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে করোনার দ্বিতীয় তাণ্ডবে বিপর্যস্ত পুরো যুক্তরাষ্ট্র। গত একদিনেই শনাক্ত হয়েছে প্রায় দেড় লাখ। মারা গেছেন ১ হাজার ২০০ এর বেশি। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি।
তাছাড়া শুধুমাত্র নিউইয়র্কে করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ। মারা গেছেন অন্তত ৩৫ হাজার।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।