নাইজেরিয়ায় আরও ৭০ কৃষকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৪:০০
ইন্টারন্যাশনাল ডেস্ক:
নাইজেরিয়ায় শনিবার ধান ক্ষেত থেকে ৪৩ কৃষকের মরদেহ উদ্ধারের পর রোববার আরও অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক সংবাদমধ্যম আল জাজিরার তথ্যমতে, নাইজেরিয়ায় বিভিন্ন ক্ষেত খামারে কর্মরত শ্রমিকদের নির্বিচারে হত্যা করেছে সন্ত্রাসীরা।
দেশটির এক স্থানীয় গ্রাম্য নেতা জানায়, স্থানীয় সরকারি অঞ্চল কাওয়াশেবি জামারমারি খামারে শ্রমিকরা ধান রোপণ করছিলেন। তখন এই হামলা চালায় সন্ত্রাসীরা।
এ হামলার দায় কোন গোষ্ঠি স্বীকার করছে না। তবে ধারণা করা হচ্ছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট এ হামলা চালাতে পারে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।