শ্রীলঙ্কা কারাগারে দাঙ্গায় নিহত ৮

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৪:৪৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারি করোনার সংক্রমণের প্রতিবাদে শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮ জনে এবং আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মানুষ।

কারাগারের কর্তব্যরত কর্মকর্তারা বলেছেন, কারাবন্দীরা কারাগারের একটি অংশে আগুন ধরিয়ে দেয় এবং পরে দমকলকর্মীদের ডেকে আগুন নেভানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারা রক্ষীরা গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র আজিত রোহানা জানিয়েছেন, বিশেষ পুলিশ টাস্কফোর্সকে কমান্ডারের দলকে কারাগারে সুরক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top