কারচুপির নির্বাচন ছিল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৮:০৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন নির্বাচনে পরাজিত হওয়ার পর এই প্রথম টেলিভিশন দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি কারচুপির নির্বাচন। তিনি বাইডেনের কাছে পরাজয় মানবেন না এবং তার অভিযোগ ও প্রত্যাহার করবেন না। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ফক্স নিউজের ম্যারিয়া বর্টিরোমোকে সাক্ষাৎকার দেয়ার সময় ট্রাম্প বলেছেন, ব্যাপক ভোট জালিয়াতির বিষয়ে আমার অভিযোগ প্রত্যাহার করা একেবারে অসম্ভব।

৪৫ মিনিটের ওই সাক্ষাৎকার নির্বাচনে জালিয়াতির ব্যাপারে যুক্তিহীন দাবির পক্ষে একেবারে একপেশে ছিলেন ট্রাম্প।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top