মোদীকে ৬ মাস ঘিরে রাখার হুমকি কৃষকদের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮
 
                                        ইন্টারন্যাশানাল ডেস্ক:
অসহায় মোদী সরকার! প্রায় ১২ লাখ কৃষক ‘কৃষি আইন’ বাতিলের দাবিতে ৫ দিন ধরে দিল্লি ঘেরাও করে রেখেছে। যার নেতৃত্বে দিচ্ছেন বাম সংগঠন সারা ভারত কৃষক সভাসহ (এআইকেএস) বিভিন্ন সংগঠন।
তবে কোনো শর্ত ছাড়াই আলোচনায় বসতে চেয়েছে এনডিএ সরকার।
কৃষক সংগঠনগুলোর দাবি, কৃষকদের জন্য সর্বনাশা আইন করেছে বিজেপির নেতৃত্বে চলা এনডিএ সরকার। এনডিএ সরকার বেসরকারি সংস্থার কাছে কৃষিকে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ তাদের। সরকার আইন বাতিল না করলে আগামী ৬ মাস দিল্লি ঘেরাও করার হুমকি তাদের।
পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে ইতোমধ্যেই ১২ লাখ কৃষক মিছিল করে দিল্লি অবরোধে যাচ্ছেন। এ অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রসঙ্গত, কৃষকদের বিক্ষোভ এখনো দিল্লিতে না পৌঁছালেও হরিয়ানা, রাজধানীর সাথে পাঞ্জাব ও উত্তর প্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কৃষকদের বিক্ষোভ চলতে থাকলে রাজধানীতে খাদ্য সংকট তৈরির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লিবাসি।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।