করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ১৩:৪৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে ব্রিটেন। প্রায় ৯৫ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম ফাইজারের ভ্যাকসিন গণহারে প্রয়োগ হবে দেশটিতে। ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে মহামারি কেটে যাবে বলে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেন, টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠবো আমরা। অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এ টিকা কর্মসূচি।

এর আগে পার্লামেন্টে বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে। সরকার এ ক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না।

জানা গেছে, আপাতত ব্রিটেনের ৫০টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন।

বিবিসির এক খবরে বলা হয়েছে, ফাইজার এবং বায়োএনটেক ১ কোটি ডোজ ভ্যাকসিন বাজারে আনবে। এর মধ্যে ৮ লাখ ভ্যাকসিন আসবে ব্রিটেনে। ইতিমধ্যেই ব্রিটিশ সরকার ২ কোটি নাগরিকের জন্য ৪ কোটি ডোজ ভ্যাকসিনের ক্রয়াদেশ দিয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top