রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে পরিত্যক্ত কয়লা খনিতে ধস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ১০:৩১

ভারতে পরিত্যক্ত কয়লা খনিতে ধস

ভারতের ঝাড়খণ্ডে একটি পরিত্যক্ত কয়লা খনি ধসে পড়ার পর এর ভেতর বেশ কিছু লোক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ধানবাদ জেলার ওই পরিত্যক্ত কয়লা খনিতে অবৈধ খনন চলাকালে সেটি ধসে পড়ে। এর ভেতর কতজন আটকা পড়েছেন তা এখনো নিশ্চিত নয়।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) চাঞ্চ ভিক্টোরিয়া কোলিয়ারি এলাকায় একটি পরিত্যক্ত কয়লা খনিতে ধসের ঘটনা ঘটে।

ঝাড়খণ্ড সরকারের খনি বিভাগের পরিচালক অমিত কুমার বলেছেন, ভেতরে কিছু গ্রামবাসী আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

বিসিসিএলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা খনি ধসের খবর শুনেছেন। তবে এখন পর্যন্ত এতে আটকে পড়া লোকদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top